ফুরফুরা শরিফে মিম প্রধান আসাদউদ্দিন, পীরজ়াদার সঙ্গে বৈঠক - আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন আসাউদ্দিন ওয়েসি
🎬 Watch Now: Feature Video
ফুরফুরা শরিফে গেলেন মিম-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি । শরিফের পীরজ়াদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে মিম প্রধানের । বিধানসভা নির্বাচনের আগে আব্বাস সিদ্দিকী দল ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন । একদিকে যখন রাজ্যে মিম-এর অস্তিত্ব নিয়ে কোনও রাজনৈতিক দল সরাসরি কথা বলতে চাইছে না, সেই সময় আসাদউদ্দিন ওয়েসির ফুরফুরা শরিফ পরিদর্শন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
Last Updated : Jan 3, 2021, 1:02 PM IST