356 জারি করার কোনও যুক্তি নেই : সৌমিত্র - Soumitra khan on 356
🎬 Watch Now: Feature Video
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেতারা একাধিকবার রাজ্যে 356 ধারা জারি করার সওয়াল করেছিলেন । সেই দাবি থেকে সরে এসে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সাফ কথা, " আমার মনে হয় ফেব্রুয়ারির 20 তারিখ নির্বাচনের দিন ঘোষণা হলে আর সংবিধান ভেঙে দেওয়ার কোনও দরকার নেই । এখানে 356 জারি করার কোনও যুক্তি নেই । নিশ্চিত ভাবে আমরা ওনাকে শহিদ মাতঙ্গিনী হাজরা করব না । " তিনি আরও বলেন " তৃণমূলের দুই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অপরূপা পোদ্দার লাইন আপ রাখছে বিজেপির সঙ্গে । কাকলি ঘোষ দস্তিদার হয়তো আসবেন না । কিন্তু সে বুঝে গেছে সরকার আর আসবে না । তাই তৃণমূল ভবনে গিয়ে আশ্রয় নিয়েছে । এলাকায় আসছে না । "