গাড়ির যন্ত্রাংশ দিয়ে ভাঙা দিয়ে গড়া বাগদেবী - theme maker
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10651578-758-10651578-1613483827376.jpg)
সারা বিশ্ব এখনও কোভিড ভারে জর্জরিত । এই মারণ ভাইরাসের প্রকোপে সামাজিক,আর্থিক,রাজনৈতিক সমস্ত ক্ষেত্রেই বিরাট প্রভাব পড়েছে ৷ ইতিমধ্যেই করোনার প্রতিষেধক স্বাস্থ্যকর্মীদের দেওয়া হলেও তা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে ৷ বাঙালিরা যেকোনও উৎসবকে ঘিরেই আনন্দে মেতে ওঠেন ৷ সরস্বতী পুজোকে ঘিরেও সেই আনন্দের কমতি নেই তাদের মধ্যে ৷ সরস্বতী পুজো উপলক্ষে দুর্গাপুরের থিম রূপকার সোমনাথ অধিকারী সারা বিশ্বকে কোভিড মুক্ত করার প্রার্থনা জানিয়ে স্কুটার ও মোটরসাইকেলের ভাঙাচোরা যন্ত্রাংশ দিয়ে তৈরি করেছেন বাগদেবী । প্রায় ৪ ফুট লম্বা এই বাগদেবী তৈরি করতে সময় লেগেছে ১ মাস । স্কুটার ও মোটর সাইকেলের ভাঙাচোরা তেল কালি মাখা যন্ত্রাংশ পরিষ্কার করে তা ঝালাই করে বাগদেবীকে গড়ে তোলা হয়েছে । তার উপর দেওয়া হয়েছে তামার প্রলেপ ৷ ভাঙাচোরা জিনিস দিয়ে মূর্তি গড়ার কারণে নামকরণ ভাঙা দিয়ে গড়া ।