TMC reaction on Babul : পুরানো কথা ভুলতে চাইছেন অনুব্রত, বাবুলকে স্বাগত মলয়ের - বাবুল সুপ্রিয়ের তৃণমূলে যোগদান নিয়ে অনুব্রতর প্রতিক্রিয়া
🎬 Watch Now: Feature Video
আজই তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ তাঁর তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে রাজনৈতিক নেতারা বলছেন, জার্সিবদলই বাংলার রাজনীতির ভবিষ্যৎ ৷ সিপিআইএম ও কংগ্রেস তাঁকে একপ্রকার তুলোধনা করেছে ৷ বিজেপি তো স্বাভাববিকভাবে বিষয়টিকে ভালভাবে নিচ্ছে না ৷ বিজেপিতে থাকাকালীন এই বাবুল সুপ্রিয় 2 মে ফলপ্রকাশের পর মমতাকে নৃশংস মহিলা বলেছিলেন ৷ তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং অসৎ সরকার বলেছিলেন ৷ যদিও এই কটূ কথাগুলি আর মনে রাখতে চাইছে না তৃণমূল ৷ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানাচ্ছেন, "ভাল ছেলে বাবুল সুপ্রিয় ৷ তৃণমূলে যোগ দেওয়ায় দলের ভাল হবে । আগে কে কী বলেছে, সে সব পুরানো কথা ভুলে যেতে হয় । রাজনীতিতে সবই হয় ।" অন্যদিকে, রাজ্যের আইন ও পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক তাঁকে দলে স্বাগত জানিয়ে বলেন, "দেরিতে হলেও বাবুল সুপ্রিয় বুঝেছেন, তৃণমূলই হচ্ছে মানুষের দল ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নেত্রী ৷ "