Anubrata on School Shut Down : করোনা আতঙ্কে স্কুল বন্ধে পড়াশোনা ডকে, মন্তব্য অনুব্রতর - Anubrata on School Shut Down
🎬 Watch Now: Feature Video
টানা 5 দিন রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ চোখ রাঙাচ্ছে ওমিক্রন আতঙ্কও ৷ ফলে ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হতে চলেছে রাজ্যে ৷ ওমিক্রন আতঙ্কে কাল থেকেই রাজ্যে বন্ধ সমস্ত স্কুল-কলেজ ৷ মাত্র 50 শতাংশ উপস্থিতি নিয়ে চলবে প্রশাসনিক কাজ ৷ এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় না থাকলেও পড়াশোনাটা আর হবে না ৷ মন্তব্য তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ।
TAGGED:
Anubrata on School Shut Down