Anubrata Slams Suvendu : শুভেন্দু নেংটি ইঁদুর, চুরি করে জিতেছে : অনুব্রত

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 13, 2022, 3:22 PM IST

"শুভেন্দু অধিকারী নেংটি ইঁদুর, চুরি করে জিতেছে ৷ আর ওদের দলটা হল জাস্ট ভেড়ার দল ৷ ওদের নাম দিন ভেড়ার দল ৷" কটাক্ষ তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (anubrata on suvendu) । প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের গঙ্গাসাগর মেলা কমিটি থেকে নাম বাদ দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । তারপরই বিরোধী দলনেতা বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে ভয় পাচ্ছেন ৷ তাই তাঁকে হাইকোর্টের মেলা কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে ৷ এই প্রসঙ্গেই শুভেন্দুকে অনুব্রত মণ্ডল নেংটি ইঁদুরের সঙ্গে তুলনা করে বলেন, "ও তো নেংটি ইঁদুর ৷ ওকে কেন খামোখা মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেতে যাবে (anubrata mandal criticise to suvendu adhikari) ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.