পুদুচেরির সীতানন্দ মন্দিরে পুজো দিলেন শাহ - amit shah
🎬 Watch Now: Feature Video
সকাল সকাল সীতানন্দ মন্দিরে পুজো দিলেন অমিত শাহ ৷ পুদুচেরির কারুভাদিকুপ্পামে অবস্থিত এই মন্দির ৷ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি একটি রোড শো তে অংশ নেন তিনি ৷ আগামী 6 এপ্রিল পুদুচেরিতে নির্বাচন ৷ তার আগে রোড শো করে পুদুচেরিতে প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷