ভিক্ট্রি সাইন দেখিয়ে দিল্লি ফিরলেন অমিত শাহ - রাজ্য সফরে অমিত শাহ
🎬 Watch Now: Feature Video
দু'দিনের রাজ্য সফর শেষে দিল্লি ফিরে গেলেন অমিত শাহ । অন্ডাল বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লি ফিরে গেলেন তিনি । যাওয়ার আগে ভিক্ট্রি সাইন দেখিয়ে ও নমস্কার করে যান । আজ সকাল থেকেই অন্ডালে কড়া নিরাপত্তা ছিল । অমিত শাহকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহারা ।