শাহের সভার আগে ডুমুরজলা মাঠ পরিদর্শনে মালব্য - Amit Malviya visited Dumurjala ground
🎬 Watch Now: Feature Video
আগামী 30 এবং 31 জানুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ । সফরের প্রথমেই হাওড়ার ডুমুরজলা ময়দানে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তার আগে ডুমুরজলা ময়দান পরিদর্শন করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তাঁর সঙ্গে ছিলেন হাওড়া হুগলি ও পূর্ব মেদিনীপুরের দায়িত্বে থাকা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, বিজেপি নেতা অনুপম মল্লিক সহ অন্যান্যরা ৷ মাঠ পরিদর্শনের পর কোনও মন্তব্য করতে চাননি অমিত মালব্য ৷ তবে সভায় দু লাখের বেশি লোক হবে বলে দাবি করেছেন জ্যোতির্ময় মাহাত ৷