জিয়াগঞ্জের ঘটনা মনে করাচ্ছে মুজিব পুত্রহত্যা : তথাগত - jiagunj murder
🎬 Watch Now: Feature Video
"জিয়াগঞ্জের ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ছাড়া আর কিছুই নয় ! এবিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীশ ধনকড় ও চিত্র পরিচালক অপর্ণা সেনের মন্তব্যের সঙ্গে আমি সহমত" ৷ আজ বারাসতে RSS-এর এক প্রবীণ কার্যকর্তার সঙ্গে দেখা করতে এসে এই মন্তব্য করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় ৷ এমনকি, জিয়াগঞ্জের ঘটনার সঙ্গে শেখ মুজিবুরের 13 বছরের ছেলের নৃশংস খুনের ঘটনার তুলনাও টানলেন তিনি ৷ ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, "যেভাবে বন্ধুপ্রকাশ পাল, তাঁর গর্ভবতী স্ত্রী ও আট বছরের ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার নিন্দা করার ভাষা আমার নেই" ৷ এরপরই নাম না করে শাসকদলকে কটাক্ষ করে তিনি বলেন,"আশ্চর্যজনক ভাবে যারা এটা নিয়ে রাজনীতি করছে, তারাই আবার উলটে রাজনীতি করতে বারণ করছে ৷ নিহত ব্যক্তি RSS কিংবা BJP-র সদস্য কি না সেটা গৌণ প্রশ্ন ৷ আসল বিষয় উনি একজন ভারতের নাগরিক ৷ তার গোটা পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়েছে ৷ আর এনিয়ে পুলিশের মধ্যেই ভিন্ন মত উঠে আসছে ৷ " দেখুন ভিডিয়ো ...
Last Updated : Oct 12, 2019, 5:54 PM IST