AMC Election 2022 : তৃণমূলের মাইকিংয়ে প্রচারে ব্যাঘাত, বিরক্ত অগ্নিমিত্রা - amc election 2022 news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14179112-thumbnail-3x2-agni.jpg)
আসানসোল পৌরনিগমের (AMC Election 2022) 87 নম্বর ওয়ার্ডের ডামরা গ্রাম এলাকায় বাড়ি বাড়ি প্রচার করতে গিয়ে তৃণমূলের মাইকিংয়ের আওয়াজে বিরক্ত আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (agnimitra paul election campaign) । বৃহস্পতিবার দলীয় প্রার্থী অনুপ চট্টরাজের সমর্থনে প্রচারে বেরিয়ে এই অভিযোগ করেন বিজেপি নেত্রী ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী তরুণ চক্রবর্তী ৷