AMC Election 2022 : তৃণমূলের মাইকিংয়ে প্রচারে ব্যাঘাত, বিরক্ত অগ্নিমিত্রা
🎬 Watch Now: Feature Video
আসানসোল পৌরনিগমের (AMC Election 2022) 87 নম্বর ওয়ার্ডের ডামরা গ্রাম এলাকায় বাড়ি বাড়ি প্রচার করতে গিয়ে তৃণমূলের মাইকিংয়ের আওয়াজে বিরক্ত আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (agnimitra paul election campaign) । বৃহস্পতিবার দলীয় প্রার্থী অনুপ চট্টরাজের সমর্থনে প্রচারে বেরিয়ে এই অভিযোগ করেন বিজেপি নেত্রী ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী তরুণ চক্রবর্তী ৷