CAB-এর প্রতিবাদ, রেল অবোরধ মুরারই স্টেশনে - murari train strike

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 12, 2019, 2:56 PM IST

মুরারই, 12 ডিসেম্বর : CAB পাশ হওয়ার প্রতিবাদে মুরারই রেলস্টেশনে বিক্ষোভ ৷ মেইন লাইনে প্রায় ৪০ মিনিট ধরে এই বিক্ষোভ চলে । যার জেরে সমস্যায় পড়তে হয় দূরপাল্লার যাত্রীদের ৷ আবদুল মান্নান নামের এক বিক্ষোভকারী বলেন, "কোনও সংঠনের তরফে এই বিক্ষোভ দেখাচ্ছি না ৷ আমরা CAB-বিরুদ্ধে ৷ এই বিল পাশ করে বাঙালিদের ধ্বংস করার চক্রান্ত হচ্ছে ৷ সেই চক্রান্তকে আমরা শেষ করতে চাই ৷" এদিকে অবরোধের জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায় ৷ পুলিশ আসে ৷ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা ৷ তারপরই উঠে যায় অবরোধ ৷ ফের শুরু হয় ট্রেন চলাচল ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.