তিনমাস পর অভিষেককে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাব : সৌমিত্র খাঁ - অভিষেক বন্দোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
মুকুল রায়ের বিরুদ্ধে পুলিশ ও সিআইডি-এর চার্জশিট রাজনৈতিক উদ্দেশ্যেই । শিলিগুড়িতে বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । আগামী সোমবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের প্রচার মিছিলে আজ শিলিগুড়িতে যোগ দেন তিনি । সৌমিত্র খাঁ বলেন, "মমতা বন্দোপাধ্যায় মনে রাখুন, তিনমাস পরে ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়কে আমরা কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাব ।"