কৌশানীর উদ্যোগে কমিউনিটি কিচেন কৃষ্ণনগরে - তৃণমূল
🎬 Watch Now: Feature Video
কৃষ্ণনগরের মানুষ তাঁকে নির্বাচনে বেছে নেয়নি , তাও কৃষ্ণনগর থেকে মুখ ফিরিয়ে নেননি তিনি ৷ তিনি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ৷ একুশের নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসাবে কৃষ্ণনগর থেকে লড়েছিলেন তিনি ৷ সেখানে হার হলেও কৃষ্ণনগরের মানুষের মনে তিনি রাজ করেছেন বলেই জানালেন অভিনেত্রী করোনার এই কঠিন পরিস্থিতিতে কৃষ্ণনগরবাসীদের মুখে খাবার তুলে দিতে কমিউনিটি কিচেন খুললেন কৌশানী ৷ নাম রেখেছেন অপরাজিতা ৷ সেই কমিউনিটি কিচেনের উদ্বোধন করলেন আজ ৷ নিজের হাতে সবাইকে তুলে দিলেন খাবার ৷ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ৷