Dev Shooting: শৈলরানিতে শ্যুটিং করলেন দেব - Darjeeling
🎬 Watch Now: Feature Video
"বাবুলদার সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। দল পরিবর্তন করা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। কেন দল পরিবর্তন করলেন সেটা তিনিই ভাল বলতে পারবেন"। সোমবার দার্জিলিং থেকে কলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান সাংসদ তথা অভিনেতা দেব। গত দশদিন ধরে শৈলরানি দার্জিলিংয়ে নিজের পরবর্তী সিনেমা 'কিসমিসের' শ্যুটিং সেরেছেন দেব। মাঝে বৃষ্টি হলেও বাকি সময়ে খুব ভাল আবহাওয়া থাকায় সময়মতো শ্যুটিং শেষ করতে পারা গিয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিন দুপুরেই বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তবে রাজ্য রাজনীতির সব থেকে চর্চিত বিষয় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়োর তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে সেভাবে মুখ খুললেন না সাংসদ-অভিনেতা দেব।