উপপ্রধানের বাড়িতে অ্যাসিড হামলা, চাঞ্চল্য ইংরেজবাজারে - উপপ্রধান মন্টু ইসলাম
🎬 Watch Now: Feature Video
রাতের অন্ধকারে উপপ্রধানের বাড়িতে অ্যাসিড হামলা । এই ঘটনায় আজ ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ৷ ঘটনাটি ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নওদা বাজার এলাকায় ৷ উপপ্রধান মন্টু ইসলাম বলেন,"মাস দেড়েক আগে এলাকার বাসিন্দা সামসু মহালদারের ভাই খালেক মহালদার এক বিবাহিতা যুবতিকে ধর্ষণ করেছিল ৷ ওই ঘটনায় আমরা খালেকের উপর ক্ষিপ্ত হয়েছিলাম ৷ তারই জেরে আমার ছেলের ঘরের জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারা হয়৷ আমার বাড়ির বাইরে সমস্ত বৈদ্যুতিক লাইন কেটে দেওয়া হয়৷ রাতেই আমি পুলিশকে ফোন করি ৷ এই ঘটনায় কমল হালদার ও শ্যামল হালদার জড়িত ৷"