"চোর নয় ডাকাত", শুভেন্দুকে আক্রমণ আবু তাহেরের - বিজেপি
🎬 Watch Now: Feature Video
"শুভেন্দু অধিকারী চোর নয় ডাকাত" । কটাক্ষ করলেন মুর্শিদাবাদের তৃণমূল জেলা সভাপতি আবু তাহের । ভগবানগোলায় কর্মী সম্মেলন ও প্রতিবাদ সভা থেকে মিমের উদ্দেশেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি । বলেন, "বাংলায় লড়াই হবে বিজেপির সঙ্গে তৃণমূলের । কংগ্রেস-সিপিআইএম ধারেকাছেও আসবে না । মিম আসছে । প্রার্থী দিচ্ছে, দিক । রাজনৈতিক ময়দানে আমরা মিমকে বুঝিয়ে দেব।"