"ঘুষখোর শুভেন্দু", ক্ষমতা থাকলে মামলা করার চ্যালেঞ্জ অভিষেকের - Abhishek Banerjee slams Suvendu Adhikari
🎬 Watch Now: Feature Video
শুভেন্দু অধিকারী দলত্যাগী হওয়ার পর প্রায় প্রত্যেক জনসভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন । পর্যবেক্ষকদের অনেকের কথায়, রাজ্য-রাজনীতিতে এখন সবথেকে চর্চিত শব্দবন্ধনী হয়ে উঠেছে "তোলাবাজ ভাইপো" । এবার তার পালটা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । শুভেন্দু অধিকারীকে সরাসরি ঘুষখোর বলে আক্রমণ করলেন । সুদীপ্ত সেনের থেকে টাকা নেওয়া এবং নারদা কাণ্ডে নাম জড়ানো-সহ একাধিক বিষয়ে আক্রমণ করলেন শুভেন্দুকে ।