কোরোনা আক্রান্ত চিকিৎসকের আরোগ্য কামনায় যজ্ঞ - covid positive case in barasat
🎬 Watch Now: Feature Video
কোরোনা আক্রান্ত শিশুরোগ বিশেষজ্ঞ ধীমান চট্টোপাধ্যায় । তাঁর দ্রুত আরোগ্য কামনায় মহাযজ্ঞের আয়োজন বারাসতে । রীতিমতো ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহাযজ্ঞের আয়োজন । আর সেই মহাযজ্ঞে সামিল হয়েছেন অসংখ্য মানুষ । এমনই দৃশ্য দেখা গেল বারাসতের দক্ষিণ পাড়ায় ।