ফোন করে CVV জেনে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল প্রতারক - Mahishadal SBI fraud
🎬 Watch Now: Feature Video
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এলাকায় সাইবার ক্রাইমের শিকার হলেন এক ব্যাক্তি ৷ বিশ্বজিৎ ঘাঁটি নামে ওই ব্যক্তি SBI-এর মহিষাদল শাখার গ্রাহক ৷ তাঁর অভিযোগ, মঙ্গলবার, দুপুর 12টা 30মিনিট নাগাদ তাঁর কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC সংক্রান্ত তথ্য জানতে চেয়ে একটি ফোন আসে ৷ তাঁকে বলা হয় যে, KYC জন্য তথ্য না দিলে তাঁর ডেবিট কার্ডটি ব্লক করে দেওয়া হবে ।এরপর কার্ডের CVV চায় প্রতারক ৷ বিশ্বজিৎবাবু CVV জানানোর পর তাঁর ফোনে একটি OTP আসে ৷ সেটি বিশ্বজিৎবাবুর কাছ থেকে জেনে নিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে 9,999 টাকা হাতিয়ে নেয় প্রতারক ৷ পরে ব্যাঙ্কের ম্যানেজারকে বিষয়টি জানান বিশ্বজিৎবাবু । মহিষাদল থানায় অভিযোগ দায়ের করেছেন ।