দূর্গাপুর মহকুমা হাসপাতালের এলাকায় 6 ফুট লম্বা পাইথন উদ্ধার - Durgapur Sub Divisional Hospital
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুরের সরকারি মহকুমা হাসপাতাল থেকে একটি পাইথন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আজ হাসপাতালের মর্গের সামনের জঙ্গলে পাইথনটিকে দেখতে পায় হাসপাতালের কর্মীদের একাংশ। খবর দেওয়া হয় বনবিভাগে ৷ ঘটনাস্থানে আসেন সর্পপ্রেমী দেবাশিস মজুমদার। সাপটিকে উদ্ধার করেন তিনি ৷ পাইথনটি লম্বায় প্রায় ৬ ফুট ৷ পাইথনটিকে কাঁকসার দেউলের জঙ্গলে ছেড়ে দেয় বনবিভাগ।