বাধা সত্ত্বেও জৌলুস হারায়নি মহম্মদ আলি পার্ক - mohammad ali park durga puja
🎬 Watch Now: Feature Video
মহম্মদ আলি পার্কে জলাধারের কাজ শেষ হয়নি এখনও৷ আদৌ দুর্গাপুজো হবে কি না তা নিয়েও সংশয় ছিল ৷ শেষমেশ নির্দিষ্ট জায়গা থেকে একটু দূরে পৌরসভার একটি অগ্নিনির্বাপণ কেন্দ্রে আয়োজন করা হয়েছে পুজোর ৷ পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, কলকাতার মেয়র, দমকল মন্ত্রী সর্বোপরি মুখ্যমন্ত্রীর সহায়তায় এবার পুজো করা সম্ভব হয়েছে ৷ কিন্তু তাতেও ভিড় কমেনি ৷ প্রতিবারের মতো এবারেও মহম্মদ আলি পার্কে দর্শনার্থীদের ঢল নেমেছে ৷ এবার 51 বছরে পা রাখল পুজো ৷ কেরলের মুরুগান মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে মণ্ডপ ৷ বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে গড়ে তোলা হয়েছে মাতৃমূর্তি ৷