ভারত-ভুটান সীমান্তে ব্রাউন সুগার-সহ গ্রেফতার 5 - জয়গাঁও থেকে এই পাচারকারিদের গ্রেপ্তার
🎬 Watch Now: Feature Video
ভুটান সীমান্তবর্তী জয়গাঁওতে 100 গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার পাঁচজন । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আলিপুরদুয়ারের সীমান্ত শহর জয়গাঁও থেকে এই পাচারকারিদের গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্র অনুযায়ী, অবৈধ ব্রাউন সুগারের বাজার মূল্য কমপক্ষে ৪ লাখ টাকা । নেশার সামগ্রী পাচারকারীরা কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ । বেআইনি মাদক আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে । আজ ধৃত 5 জনকে জলপাইগুড়ির বিশেষ নারকোটিক আদালতে পেশ করা হবে ।