জঙ্গলমহলে পৌঁছাল 26 হাজার ভ্যাকসিন - 26 thousand corona vaccines reached in jangalmahal
🎬 Watch Now: Feature Video
আজ প্রায় 26 হাজার কোভিশিল্ড এসে পৌঁছাল জঙ্গলমহলে । 21টি ব্লক, 2টি সুপার স্পেশালিটি হাসপাতাল, 2টি গ্রামীণ হাসপাতাল মিলে জেলার মোট 25টি সেন্টারে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে । প্রথম পর্যায়ের ভ্যাকসিন দেওয়া শুরু হবে জঙ্গলমহলে । প্রথমে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, পুলিশকর্মী, সাংবাদিক, আশাকর্মীরা । ধাপে ধাপে জেলার সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ।