গাইসাল রেল দুর্ঘটনার 21 বছর : ভয়ঙ্কর সেদিনের কথা ভুলতে চান স্থানীয়রা
🎬 Watch Now: Feature Video
1999 সালের 2 অগাস্ট ৷ ভারতীয় রেলের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর দুর্ঘটনা ! রাত 1.45 মিনিটে বিকট শব্দে কেঁপে উঠেছিল গাইসাল ৷ মুহূর্তের ভুলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ ব্রহ্মপুত্র মেল আর অবধ আসাম এক্সপ্রেসের সেই দুর্ভাগ্যের দিনে মৃত্যু হয়েছিল 300 মানুষের ৷ আহত হন অনেকে ৷ সকাল হতেই মৃত্যুপুরী হয়ে উঠেছিল গাইসাল ! লাশের পর লাশ । এদিক সেদিকে পড়ে ছিন্নভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ । আহতদের আর্তনাদ । আর স্বজনহারাদের কান্না ৷ উদ্ধারকাজে নেমেছিল BSF, পুলিশ, সেনা । হাত লাগিয়েছিল গাইসালের মানুষও । বৃষ্টিভেজা সেই কালো রাতের কথা মনে পড়লে আজও কেঁপে ওঠেন নরেন দাস ৷ দুর্ঘটনাস্থানের কাছেই তাঁর চায়ের দোকান ৷ সুনীল দাসের কানেও বাজে "বাঁচাও, বাঁচাও" চিৎকার" ৷ সে রাতের কথা স্পষ্ট মনে করতে পারেন সেদিনের কর্তব্যরত রেল কর্মচারী সুনীলবাবু ৷ 21 বছর আগের সেই কালো রাত ভুলতে চান ওঁরা ৷
Last Updated : Aug 3, 2020, 6:22 AM IST