ETV Bharat / sports

হিজাজির সঙ্গে মনোমালিন্য ‘গুজব’ ! দলকে ছুটিতে পাঠালেন লাল-হলুদ কোচ - EAST BENGAL

টানা ফুটবলের পরে প্রাপ্তি আর্ন্তজাতিক মঞ্চে সাফল্য এবং আইএসএলের পয়েন্ট টেবিলে খাতা খোলা আর লড়াকু মানসিকতা । ছুটিতে যাওয়ার আগে ঘুরে দাঁড়ানোর শপথ ইস্টবেঙ্গলে ।

EAST BENGAL IN ISL
দলকে ছুটিতে পাঠালেন লাল-হলুদ কোচ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 10, 2024, 10:39 PM IST

কলকাতা, 10 নভেম্বর: হিজাজি মাহেরের সঙ্গে মনোমালিন্যের খবরকে গুজব বলছেন । তবে সেই গুজব উপভোগ করছেন । শুরুতে কয়েকটি ভুল করলেও হিজাজি মাহের দ্বিতীয়ার্ধে অনবদ্য ফুটবল খেলেছেন । অস্কার ব্রুঁজো বলছেন, এই চাপে ফেলাটা দরকার ছিল । ফের নিজেকে ফিরে পাচ্ছেন লালচুননুঙ্গা । ম্যাচের সেরা তিনি । হেডস্যর যদিও আরও কিছু বদলের আশা করছেন । সব মিলিয়ে ছুটিতে যাওয়ার আগে ঘুরে দাঁড়ানোর শপথ ইস্টবেঙ্গলে ।

টানা ফুটবলের ক্লান্তি যাতে গ্রাস না-করে তাই 15 নভেম্বর পর্যন্ত ছুটি দিলেন অস্কার ব্রুঁজো । 29 নভেম্বর থেকে ফের আইএসএল শুরু হবে । তাই মাঝের সময়ে কয়েকটি দিন ছুটি দিয়ে ফের অনুশীলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ । রবিবার সকালে হোটেলেই ফুটবলারদের হালকা স্ট্রেচিং করান দলের ফিজিয়ো । টানা ফুটবলের পরে প্রাপ্তি আর্ন্তজাতিক মঞ্চে সাফল্য এবং আইএসএলের পয়েন্ট টেবিলে খাতা খোলা আর লড়াকু মানসিকতা ।

East Bengal
ছুটিতে যাওয়ার আগে ঘুরে দাঁড়ানোর শপথ ইস্টবেঙ্গলে (ইটিভি ভারত)

মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রায় 70 মিনিট ন’জনে অদম্য লড়াই ছুঁড়ে দিয়েছে লাল-হলুদ ৷ আক্রমণ এবং রক্ষণের তালমিলে প্রতিপক্ষের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে । তবে ইস্টবেঙ্গলের মরিয়া পারফরম্যান্সের পাশে আলোচনার কেন্দ্রে রেফারি হরিশ কুণ্ডুর ম্যাচ পরিচালনা । বিকাশ পাঁজির মতো প্রাক্তন বলছেন, তিনি অর্ধ-শতাব্দীতে এমন রেফারিং দেখেননি । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, চক্রান্ত চলছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

মাত্র 30 মিনিটের মধ্যে দল ন’জনে হয়ে যায় লাল-হলুদ । বিরতিতে সাজঘরে কোনও নেতিবাচক কথা বলা হয়নি বলে জানিয়েছেন গোলরক্ষক প্রোভসুখন গিল । এই ইতিবাচক মানসিকতাই দ্বিতীয়ার্ধে মরিয়া ফুটবল খেলতে সাহায্য করেছিল দলকে । কোচ অস্কার ব্রুঁজো নিজে কী বলেছিলেন ছেলেদের ? “মানসিকতার পরিবর্তন করতে বলেছিলাম । বলেছিলাম, ধরে নাও মহমেডান খেলছে ন’জনে ৷ তোমরা খেলছো এগারো জনে । সেইমতো নিজেদের উজার করে দাও । রক্ষণকে নির্দিষ্ট ছন্দে সংঘবদ্ধ ফুটবল খেলতে বলেছিলাম । ছেলেরা নির্দেশ মতো ফুটবল খেলাতেই মহমেডানকে আটকে দেওয়া সম্ভব হয়েছে ৷” জানিয়েছেন লাল-হলুদ কোচ ।

একই সঙ্গে যোগ করেছেন, “শেষ চারটে ম্যাচে আমরা অপরাজিত । আইএসএলে প্রথমবার গোল হজম করিনি । এটা ইতিবাচক দিক । তবে জয় চাই । সমর্থকদের জন্য জয় উপহার দেওয়া জরুরি । আমাদের লক্ষ্য সুপার সিক্স । ”

1983 সালে রোভার্স কাপে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ইস্টবেঙ্গলের মনোরঞ্জন ভট্টাচার্য । খারাপ রেফারিংয়ে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান । রেফারিংয়ে অসন্তুষ্ট পুরো ইস্টবেঙ্গল দল আর খেলবে না-বলে কার্যত জানিয়ে দেয় । ফলে খেলা বন্ধ থাকে । এই সময় পুরো বিষয়টি হোটেলে মনোরঞ্জন ভট্টাচার্যকে জানাব চা দিতে আসা ওয়েটার । একথা জেনে হোটেল থেকে দ্রুত ট্যাক্সি ধরে মাঠে গিয়ে দলকে ফের মাঠে নামান তিনি । মরিয়া ফুটবলে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অস্কার ব্রুঁজো যেন 83’র মনা । দলকে মানসিকভাবে চাঙ্গা করে ঘুরে দাঁড়াতে উদ্বুদ্ধ করলেন । লড়াইয়ে ছিনিয়ে নিলেন এক পয়েন্ট ।

আরও পড়ুন

কলকাতা, 10 নভেম্বর: হিজাজি মাহেরের সঙ্গে মনোমালিন্যের খবরকে গুজব বলছেন । তবে সেই গুজব উপভোগ করছেন । শুরুতে কয়েকটি ভুল করলেও হিজাজি মাহের দ্বিতীয়ার্ধে অনবদ্য ফুটবল খেলেছেন । অস্কার ব্রুঁজো বলছেন, এই চাপে ফেলাটা দরকার ছিল । ফের নিজেকে ফিরে পাচ্ছেন লালচুননুঙ্গা । ম্যাচের সেরা তিনি । হেডস্যর যদিও আরও কিছু বদলের আশা করছেন । সব মিলিয়ে ছুটিতে যাওয়ার আগে ঘুরে দাঁড়ানোর শপথ ইস্টবেঙ্গলে ।

টানা ফুটবলের ক্লান্তি যাতে গ্রাস না-করে তাই 15 নভেম্বর পর্যন্ত ছুটি দিলেন অস্কার ব্রুঁজো । 29 নভেম্বর থেকে ফের আইএসএল শুরু হবে । তাই মাঝের সময়ে কয়েকটি দিন ছুটি দিয়ে ফের অনুশীলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ । রবিবার সকালে হোটেলেই ফুটবলারদের হালকা স্ট্রেচিং করান দলের ফিজিয়ো । টানা ফুটবলের পরে প্রাপ্তি আর্ন্তজাতিক মঞ্চে সাফল্য এবং আইএসএলের পয়েন্ট টেবিলে খাতা খোলা আর লড়াকু মানসিকতা ।

East Bengal
ছুটিতে যাওয়ার আগে ঘুরে দাঁড়ানোর শপথ ইস্টবেঙ্গলে (ইটিভি ভারত)

মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রায় 70 মিনিট ন’জনে অদম্য লড়াই ছুঁড়ে দিয়েছে লাল-হলুদ ৷ আক্রমণ এবং রক্ষণের তালমিলে প্রতিপক্ষের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে । তবে ইস্টবেঙ্গলের মরিয়া পারফরম্যান্সের পাশে আলোচনার কেন্দ্রে রেফারি হরিশ কুণ্ডুর ম্যাচ পরিচালনা । বিকাশ পাঁজির মতো প্রাক্তন বলছেন, তিনি অর্ধ-শতাব্দীতে এমন রেফারিং দেখেননি । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, চক্রান্ত চলছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

মাত্র 30 মিনিটের মধ্যে দল ন’জনে হয়ে যায় লাল-হলুদ । বিরতিতে সাজঘরে কোনও নেতিবাচক কথা বলা হয়নি বলে জানিয়েছেন গোলরক্ষক প্রোভসুখন গিল । এই ইতিবাচক মানসিকতাই দ্বিতীয়ার্ধে মরিয়া ফুটবল খেলতে সাহায্য করেছিল দলকে । কোচ অস্কার ব্রুঁজো নিজে কী বলেছিলেন ছেলেদের ? “মানসিকতার পরিবর্তন করতে বলেছিলাম । বলেছিলাম, ধরে নাও মহমেডান খেলছে ন’জনে ৷ তোমরা খেলছো এগারো জনে । সেইমতো নিজেদের উজার করে দাও । রক্ষণকে নির্দিষ্ট ছন্দে সংঘবদ্ধ ফুটবল খেলতে বলেছিলাম । ছেলেরা নির্দেশ মতো ফুটবল খেলাতেই মহমেডানকে আটকে দেওয়া সম্ভব হয়েছে ৷” জানিয়েছেন লাল-হলুদ কোচ ।

একই সঙ্গে যোগ করেছেন, “শেষ চারটে ম্যাচে আমরা অপরাজিত । আইএসএলে প্রথমবার গোল হজম করিনি । এটা ইতিবাচক দিক । তবে জয় চাই । সমর্থকদের জন্য জয় উপহার দেওয়া জরুরি । আমাদের লক্ষ্য সুপার সিক্স । ”

1983 সালে রোভার্স কাপে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ইস্টবেঙ্গলের মনোরঞ্জন ভট্টাচার্য । খারাপ রেফারিংয়ে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান । রেফারিংয়ে অসন্তুষ্ট পুরো ইস্টবেঙ্গল দল আর খেলবে না-বলে কার্যত জানিয়ে দেয় । ফলে খেলা বন্ধ থাকে । এই সময় পুরো বিষয়টি হোটেলে মনোরঞ্জন ভট্টাচার্যকে জানাব চা দিতে আসা ওয়েটার । একথা জেনে হোটেল থেকে দ্রুত ট্যাক্সি ধরে মাঠে গিয়ে দলকে ফের মাঠে নামান তিনি । মরিয়া ফুটবলে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অস্কার ব্রুঁজো যেন 83’র মনা । দলকে মানসিকভাবে চাঙ্গা করে ঘুরে দাঁড়াতে উদ্বুদ্ধ করলেন । লড়াইয়ে ছিনিয়ে নিলেন এক পয়েন্ট ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.