ধুপগুড়িতে বাস ও ডাম্পারের সংঘর্ষে আহত 20 - dumper bus accident jalpaiguri
🎬 Watch Now: Feature Video
একটি ডাম্পারের সঙ্গে বাসের সংঘর্ষের জেরে গুরুতর আহত হল 20 জন ৷ ধুপগুড়ির জলঢাকা পার্শ্ববর্তী লাল স্কুল এলাকার ঘটনা ৷ এরপরই কিছুক্ষণ পথ অবরোধ করেন স্থানীয়রা ৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷