ভারত-ইংল্যান্ড দ্বৈরথের আগে প্রস্তুত বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম - india-england test series
🎬 Watch Now: Feature Video
বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের মোতেরা ৷ যার পোশাকি নাম সর্দার প্যাটেল স্টেডিয়াম ৷ মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম থেকে এর আসন সংখ্যা 10 হাজার বেশি ৷ এখন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের অপেক্ষায় এই স্টেডিয়াম ৷ চার ম্যাচের সিরিজ়ের শেষ দুটি টেস্ট খেলা হবে এখানে ৷ এছাড়া বেন স্টোকসদের বিরুদ্ধে পাঁচটি টি-20 ম্যাচও মোতেরায় খেলবে ভারত ৷ ইংল্যান্ড-ভারত দ্বৈরথের আগে দেখে নিন 1 লাখ 10 হাজার আসন বিশিষ্ট ঝাঁ চকচকে মোতেরার ছবি ৷