"বড়লোকের বিটি লো...", কাহারের গানে গলা মেলালেন ওয়ার্নার - বড়লোকের বিটি লো গাইলেন ডেভিড ওয়ার্নার
🎬 Watch Now: Feature Video
লকডাউনে বলিউড, টলিউডের গানে কোমর দুলিয়ে ভারতীয়দের মন জয় করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ৷ এবার নাচ ছেড়ে গানের দিকে মন দিলেন অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ওপেনার ৷ তবে এবার কোনও হিন্দি গান নয় । বরং বাংলার লোকশিল্পী রতন কাহারের "বড়লোকের বিটি লো"-তে গলা মেলালেন ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে কানে হেডফোন দিয়ে গানে ঠোঁট মেলাচ্ছেন ওয়ার্নার ৷ গান বন্ধ হতেই তাঁর আসল গলা বেরিয়ে আসে ৷ শুনে হেসে কুটোপাটি খেয়েছে তাঁর দুই মেয়ে ৷