অনভিজ্ঞ-ভাঙাচোরা দলের অবিশ্বাস্য লড়াইয়ের উৎস খুঁজছেন অনুষ্টুপ - anustup majumder
🎬 Watch Now: Feature Video
গাব্বায় অস্ট্রেলিয়াকে টুঁটি টিপে হারানো এবং সিরিজ জয় । মঙ্গলবার ভারতীয় ক্রিকেটের সোনালি বিকেলের সাক্ষী রইল ক্রিকেট দুনিয়া । শুভমান গিল, ঋষভ পন্থের পালটা মারের পাশাপাশি চেতেশ্বর পূজারার শরীর বীমা করে জয়ের ভিত গড়ে তোলা । যার জন্য কোনও বিশেষণই যথেষ্ট নয় । গিল এবং পূজারা র বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলা দলের অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের । দীর্ঘ ক্রিকেট খেলার অভিজ্ঞতাতেও একটি অনভিজ্ঞ, ভাঙাচোরা দলের এই অবিশ্বাস্য লড়াইয়ের উৎস বুঝতে পারছেন না অনুষ্টুপ । বলছেন, লড়াই ছাড়া এক ইঞ্চিও জমি ছেড়ে না দেওয়ার মনোভাব থেকেই এই জয় এসেছে ৷