"মহিলা হিসেবে আমি কোনও আলাদা সুযোগ নিইনি", নারী দিবসে বললেন সুদেষ্ণা - Tollywood
🎬 Watch Now: Feature Video
বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত পরিচালক সুদেষ্ণা রায়। আটের দশকে, অর্থাৎ তাঁর প্রথম জীবনে ছিলেন সাংবাদিক। তারপর তিনি আসেন ছবি পরিচালনায়। আজ, যখন নারীর ক্ষমতায়ণ নিয়ে চারিদিকে এত মাতামাতি, তখন তাঁর মতো মানুষের দৃষ্টিভঙ্গি জানাটা খুব দরকার। কারণ, তিনি যেই সময় থেকে কাজ করছেন সেই সময় হয়তো নারী দিবসের কনসেপ্টটাই জানতেন না বেশি কেউ।