Exclusive : প্রথম প্লেব্যাক অটোচালক বাম্পাইয়ের, দেখে নিন ভিডিয়োতে - Bengali Film
🎬 Watch Now: Feature Video
বাবা অটোচালক, নিজেও অটো চালান, বিক্রি করেন মাছও। তবে তাঁর কণ্ঠে সরস্বতীর বাস। কথা হচ্ছে বাম্পাই চক্রবর্তীকে নিয়ে। 'বুড়ো সাধু' ছবিতে এই প্রথম প্লেব্যাক করলেন বাম্পাই। এর আগে তিনি অবশ্য গান লিখেছেন, সেই গান গেয়েছেন কলকাতার তাবড় সংগীত শিল্পীরা। এই অসামান্য প্রতিভার মুখোমুখি হয়েছিল ETV ভারত সিতারা। শুধু বাম্পাই নয়, ছবির সংগীত পরিচালক প্রাঞ্জল দাস ও সংগীত শিল্পী তিমির বিশ্বাসের সঙ্গেও কথা হল একান্তে। দেখে নিন ভিডিয়োয়...