"এটা আমার জীবনী নয়" : নন্দিনী ভৌমিক - ব্রহ্মা জানেন গোপন কম্মটি
🎬 Watch Now: Feature Video
নারীদিবস উপলক্ষে 6 মার্চ মুক্তি পেতে চলেছে অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় উইন্ডোজ় প্রযোজনা সংস্থার নতুন ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। ছবি মুক্তির ঠিক আগে উইন্ডোজ় অফিসের ছাদে হয়ে গেল একটি মিউজিক্যাল কনসার্ট । অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কম্পোজ়িশনে ছবির গান গাইলেন সোমলতা, লগ্নজিতা, সুরঙ্গনা এবং উজ্জয়িনী । সেখানেই ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন নন্দিনী ভৌমিক, যাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি ।