ঠাকুরবাড়ির সাজে একালের রমণীরা... - Deblina Kumar
🎬 Watch Now: Feature Video
ঠাকুরবাড়ি বললেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মনে আসে। আর রবীন্দ্রনাথ বললেই একটা রাজকীয় ব্যাপার, একটা আভিজাত্যের আঁচ পাওয়া যায়। সেইরকম আভিজাত্যেই সেজে উঠলেন আজকের নারীরা। দক্ষিণ কলকাতার লেক ক্লাবে তাঁদের নিয়ে এক ফ্যাশন শোয়ের আয়োজন করলেন নিলয় সেনগুপ্ত, নাম দিলেন 'ঠাকুরবাড়ির সাজ পোশাক'। ঠাকুরবাড়ির পোশাকে ব়্যাম্প মাতালেন দেবলীনা কুমার, সায়ন্তনী গুহঠাকুরতা, রাব্বানি শেখকে। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবশংকর হালদার, অলোকানন্দা রায়, সুজয় প্রসাদ, মেয়র পরিষদ দেবাশীষ কুমার প্রমুখ। উপস্থিত ছিল ETV ভারত সিতারা। দেখে নিন ভিডিয়োতে...