'বজ্রসেন' সাহেবের 'শ্যামা' ইমন - Saheb Chakrabarty
🎬 Watch Now: Feature Video
ডিটো মিউজ়িকের উদ্য়োগে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা নৃত্যনাট্যটিকে নতুন ভাবে প্রকাশিত করা হল। শুধু অডিয়ো নয়, একেবারে মিউজ়িক অ্যালবামের আকারে মুক্তি পেল এই প্রেমকথা। সেখানে একাধারে গান ও অভিনয় করলেন ইমন চক্রবর্তী ও সাহেব চ্যাটার্জি। এই প্রথমবারের জন্য দু'জন কোল্যাবরেট করলেন সংগীতের দুনিয়ায়। সংগীত পরিচালনা করেছেন দেবজিৎ রায় ও অ্যালবামটির উদ্বোধন ঘটল তন্ময় বোসের হাত ধরে। শিল্পীরা নিজেদের অনুভূতি ভাগ করে নিলেন ETV ভারত সিতারার ক্যামেরায়।