"পারব না আমি ছাড়তে তোকে", কৌশানিকে বললেন বনি - Jaanbaaz Film
🎬 Watch Now: Feature Video
আড্ডা শুরু হয়েছিল 'জানবাজ' ছবি দিয়ে। কিন্তু তার মাঝেই বনি বললেন, কৌশানিকে তো আমি রিয়েল লাইফেও বলেছি "পারব না আমি ছাড়তে তোকে"। রিয়েল লাইফ কাপল বনি আর কৌশানি অভিনয় করছেন অনুপ সেনগুপ্তের ছবি 'জানবাজ'-এ। অনুপ সেনগুপ্ত আবার বনির বাবা। এই প্রথম বাবার পরিচালনায় অভিনয় করতে চলেছেন বনি, কৌশানির ক্ষেত্রেও একই ব্যাপার। তথাকথিত রোম্যান্টিক ছবি থেকে বেরিয়ে টানটান এই অ্যাকশন ছবিতে দেখা যাবে তাঁদের। তাই সব মিলিয়ে অনেকগুলো নতুনকে সঙ্গী করে শুরু হয়েছে 'জানবাজ'-এর জার্নি। ETV ভারত সিতারার সঙ্গে সবকিছু নিয়ে কথা বললেন বনি-কৌশানি। দেখে নিন ভিডিয়োয়...