কী লুকিয়ে দাম্পত্যের 'অন্তরালে'? - Soumitra Chatterjee film
🎬 Watch Now: Feature Video
দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পাচ্ছে আশিস মিত্র পরিচালিত ও অনিমেষ মণ্ডল প্রযোজিত বাংলা ছবি 'অন্তরালে'। এই গল্প স্বামী স্ত্রীর সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে। কীভাবে তাদের এই সমস্যাগুলো তাদের সন্তানের উপর প্রভাব ফেলে সেটা দেখাতেই এই ছবি। অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিষেক চ্যাটার্জী, ভাস্কর ব্যানার্জি, জয়জিত ব্যানার্জি, গীতশ্রী, দেবজানি চ্যাটার্জি, সাগর দত্ত, অর্ণব চ্যাটার্জী, প্রিয়াঙ্কা মন্ডল সহ আরও অনেকে। এদিনই পরিচালক আশিস ঘোষণা করেন যে, তাঁর পরবর্তী ছবি 'সবুজ আজও বেঁচে আছে'।