'উড়োজাহাজ' নিয়ে আড্ডায় পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত ও পার্নো মিত্র - Urojahaj
🎬 Watch Now: Feature Video
আগামীকাল মুক্তি পেতে চলেছে বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত 'উড়োজাহাজ'। এক মোটর মেকানিকের উড়োজাহাজ ওড়ানোর স্বপ্ন নিয়ে তৈরি এই ছবি। স্বপ্ন দেখছেন চন্দন রায় সান্যাল, তিনিই এই ছবির হিরো। আর তাঁর স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। দেশে বিদেশে বহু প্রশংসা পাওয়ার পর এই ছবি কাল মুক্তি পাবে দর্শকের জন্য। ETV ভারত সিতারার সঙ্গে আড্ডা দিলেন পরিচালক-অভিনেত্রী। দেখে নিন ভিডিয়োয়...