মিষ্টু ও কিংশুক কি পারবে নিজেদের প্রমাণ করতে ? - Set visit
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4119844-0-4119844-1565670927328.jpg)
'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ধারাবাহিকে মহিলা বিদ্বেষী পরিবারে প্রবেশ করেছে একজন মহিলা । বাড়ির ছোটো ছেলে কিংশুকের জীবনে মিষ্টুর আসা পছন্দ করে না তার বাবা ও কাকা । নানাভাবে সতর্ক করতে থাকে তাকে । কিন্তু কিংশুকও মিষ্টুকে ভুলতে চায় না । এই সপ্তাহে দর্শক দেখবেন, এখন কিংশুকের পরিবারে মিষ্টু ও মিষ্টুর পরিবারে কিংশুক রয়েছে । দুজনই যে ঠিক করে সব কাজ করতে পারে তা তাদের পরিবার দেখতে চাইছে । নিজেদের প্রমাণ করতে কী কী করবে মিষ্টু ও কিংশুক ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল ধারাবাহিকের শুটিং ফ্লোরে ।