হিরোইন দেশের ভবিষ্যৎ বদলাতে পারে না : দীপিকা প্রসঙ্গে BJP-র সতীশ পুনিয়া - সতীশ পুনিয়া
🎬 Watch Now: Feature Video
JNU-তে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলের একাংশ বিরক্ত । তারা মনে করছেন যে, দীপিকা JNU-তে উপস্থিত থেকে আসলে দেশদ্রোহীতাকে সমর্থন করছেন । এই দলের মধ্যে অন্যতম হলেন রাজস্থানের বিধায়ক ও BJP প্রেসিডেন্ট সতীশ পুনিয়া । তিনি ETV ভারতের ক্যামেরায় বললেন যে, "কোনও হিরোইন দেশের ভবিষ্যৎ বদলাতে পারে না ।" তিনি এটাও বললেন যে, JNU পড়ুয়াদের পাশে থাকা নিন্দনীয়, সেটা দীপিকা হোক বা অন্য় কেউ ।