সাত নম্বর সনাতন সান্যাল কেন আলাদা জানেন? - Saheb Bhattacharya
🎬 Watch Now: Feature Video
পরিচালক নবাগতা। নাম অন্নপূর্ণা বসু। তবে তাঁর প্রথম ছবিতেই রয়েছেন এমন সব ব্যক্তিত্ব, যাঁদের অভিনয়ের দক্ষতা প্রশ্নাতীত, যাঁরা সিনেমায় থাকলে ছবির মান বাড়ে। তাঁরা হলেন কৌশিক গাঙ্গুলি, বিভাস চক্রবর্তী, দেবদূত ঘোষ, সাহেব ভট্টাচার্য প্রমুখ। তবে এসবের থেকেও বেশি করে নজর কাড়বে ছবির নাম। 'সাত নম্বর সনাতন সান্য়াল'। পরিচালকের ভাষায় সাধারণ মানুষের একটু অসাধারণ একটা গল্প এটা। মধ্যবিত্ত সনাতনের অস্তিত্ব রক্ষার লড়াইটাকে ক্যামেরার ফ্রেমে বন্দী করেছেন পরিচালক। সঙ্গে রয়েছে থ্রিলারের মোচড়। দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির স্পেশাল স্ক্রিনিং।