দুর্যোধনের দৃষ্টিকোণ থেকে মহাভারতের গল্প বললেন পুনিত - Duryodhan's perspective
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5392717-thumbnail-3x2-punit.jpg)
বিআর চোপড়ার টেলিভিশন শো-তে দুর্যোধনের চরিত্রে অভিনয় করেছিলেন পুনিত ইশ্বর । আর এবার দুর্যোধনের দৃষ্টিকোণ থেকে মহাভারতের গল্প বললেন তিনি । যেখানে মূলত কর্ণ ও দুর্যোধনের বন্ধুত্বের উপর গুরুত্ব দেওয়া হয়েছে । নাটকটি লিখেছেন 60 বছর বয়সি এই অভিনেতা । যদিও তিনি বিশ্বাস করেন, জয়ীদের কথা নিয়ে লেখা হয় ইতিহাস । কিন্তু, পরাজিতদের কাছেও বলার মতো কাহিনি থাকে । এছাড়া এই নাটকে ছেলের সঙ্গে কাজ করছেন তিনি । ETV ভারত সিরাতার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শেয়ার করে নিলেন নাটক সম্পর্কে একাধিক কথা ।