অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা প্রসেনজিতের - প্রসেনজিৎ চ্যাটার্জি
🎬 Watch Now: Feature Video
2020 সালটা অনেকেরই ভালো কাটেনি । একের পর এক সমস্যা লেগেই ছিল সবার জীবনে । পৃথিবীর বুকে ধেয়ে এসেছিল একের পর এক প্রাকৃতিক দুর্যোগ । আর তাতে জেরবার হয়ে গিয়েছিল সবার জীবন । তবে সেই স্মৃতিকে মুছে ফেলে নতুন আশা নিয়ে 2021-এর দিকে তাকিয়ে রয়েছেন সবাই । বাদ যাননি প্রসেনজিৎ চ্যাটার্জিও । নতুন বছর যাতে সবার খুব ভালো কাটে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন । ইনস্টাগ্রামে একটি ভিডিয়োবার্তা প্রকাশ করে এভাবেই অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি ।