SRK Offering Dua For Lata Mangeshkar : ধর্মনিরপেক্ষ ভারতের ছবি, কিং খানের শ্রদ্ধাজ্ঞাপনের দৃশ্যে মন্তব্য নেটিজেনদের - SRK Offering Dua For Lata Mangeshkar
🎬 Watch Now: Feature Video
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ দেশ ৷ 92 বছর বয়সি গায়িকা রবিবার যাত্রা করেছেন পরলোকের উদ্দেশ্যে ৷ রবিবার শিবাজি পার্কে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে ভারতের নাইটিঙ্গেলকে ৷ একদিকে যেমন এই শেষকৃত্য়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেটার সচিন তেন্ডুলকর, তেমনি উপস্থিত ছিলেন অভিনয় জগতের রথী মহারথীরাও ৷ এরই মাঝে স্য়োশাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হল এই শ্রদ্ধাজ্ঞাপন পর্বের একটি ছবি যেখানে ক্যামেরা বন্দি হয়েছেন অভিনেতা শাহরুখ খান এবং তাঁর ম্য়ানেজার পূজা দাদলানি ৷ ছবিতে দেখা যায় নিজের নিজের ধর্মীয় রীতি মেনে পাশাপাশি দাঁড়িয়ে এই কিংবদন্তি গায়িকাকে শেষশ্রদ্ধা জানালেন দু'জনেই (Shah Rukh Khan and Puja Dadlani showing last respect to Lata Mangeshkar)৷ একদিকে যেমন করজোড় করে প্রণাম জানালেন পূজা, তেমনি গায়িকাকে স্মরণ করে দুয়া করলেন কিং খান ৷ ছবি দেখে রীতিমত মুগ্ধ নেটিজেনরা, তাঁদের মতে এটাই "ধর্মনিরেপেক্ষ ভারতের ছবি ৷"
Last Updated : Feb 7, 2022, 12:22 PM IST