হয়ে গেল 'ঘুন'-র মিউজ়িক রেকর্ডিং - emon
🎬 Watch Now: Feature Video
আজ বাংলা ছবি 'ঘুন'-র গান রেকর্ডিং করা হল । মধ্য কলকাতার ট্যাংরা এলাকার একটি রেকর্ডিং স্টুডিয়োতে এই রেকর্ডিং করা হয় । স্টুডিয়োতে উপস্থিত ছিলেন গায়িকা ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, সঙ্গীত পরিচালক প্রসেনজিৎ মহাপাত্র ও পরিচালক শুভ্র রায় । ছবিটি সম্পর্কভিত্তিক । 'ঘুন'-এ অভিনয় করেছেন সমদর্শী দত্ত, সৌরভ দাস, অনুশা বিশ্বনাথণ, সুচিস্মিতা ঠাকুর ও ডাঃ কৌশিক ঘোষ । পুজোর আগেই ছবিটি মুক্তি পাবে ।