মুক্তি পেল 'রাজলক্ষী ও শ্রীকান্ত'-র মিউজ়িক - Pradip Bhattacharya
🎬 Watch Now: Feature Video
মুক্তি পেল ইন্ডিপেন্ডেন্ট ছবি নির্মাতা প্রদীপ ভট্টাচার্যর পরিচালনায় 'রাজলক্ষী ও শ্রীকান্ত'-র মিউজ়িক । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'শ্রীকান্ত' অবলম্বনে বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজলক্ষ্মী ও শ্রীকান্তকে নিজের চিন্তার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেছেন পরিচালক । গত মাসে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । ছবির মিউজ়িক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরাজিতা ঘোষ দাস, তিমির অনির্বাণ দাস, সায়ন ও ছবির পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য ।