মানহানি মামলার পর ভাট পরিবারের বিরুদ্ধে লুভিয়েনার ক্ষোভ - লুভিয়েনা লোধের প্রতিক্রিয়া
🎬 Watch Now: Feature Video
মুম্বই : অভিনেত্রী লুভিয়েনা লোধের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মহেশ ভাট ও মুকেশ ভাট । জানতে পেরে একটি প্রেস কনফারেন্স করলেন অভিনেত্রী । একরাশ ক্ষোভ উগরে দেন ভাট পরিবারের বিরুদ্ধে । এটাও বলেন যে, বলিউডের এই পুরো ড্রাগ চক্রকে ফাঁস করতে হলে আগে তাঁর স্বামী সুমিত সাবারওয়ালকে ডেকে পাঠাক NCB, CBI ও ED-র মতো এজেন্সিগুলো । দেখে নিন ভিডিয়ো..