"ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করা হয়নি, এটা আফসোসের" : ঋত্বিক - undefined
🎬 Watch Now: Feature Video
খুব অল্প বয়সেই থিয়েটারে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। থিয়েটার থেকে সিনেমায় জার্নিটা সহজ ছিল না। যত দিন গেছে তত নিজেকে নানা চরিত্রে দর্শকের সামনে মেলে ধরেছেন তিনি। কথা হচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'জেষ্ঠপুত্র'। কৌশিক গাঙ্গুলির সঙ্গে ঋত্বিকের প্রায় অনেকগুলি কাজ হয়ে গেল। প্রসেনজিতের সঙ্গে এই প্রথম কাজ। অন্যদিকে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কোনও কাজ হয়নি। সব মিলিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেলন ঋত্বিক। আড্ডা দিলেন ETV Bharat-এর সঙ্গে।
TAGGED:
cinema