Lata Mangeshkar Health Update : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল - health condition of lata mangeshkar is stable now
🎬 Watch Now: Feature Video
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল ( Lata Mangeshkar is slightly better now) ৷ সকালেই শারীরিক পরিস্থিতির হঠাৎ অবনতির ফলে তাঁকে ফের একবার ভেন্টিলেশনে স্থানান্তর করতে হয় ৷ চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছিলেন, তাঁর স্বাস্থ্যের দিকে সর্বদা নজর রাখছেন চিকিৎসকরা ৷ তবে এখন তাঁর শারীরিক পরিস্থিতি আগের তুলনায় ভাল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷ নবতিপর গায়িকার বাড়ির সামনে থেকে সমস্ত খবর তুলে ধরেছেন ইটিভি ভারতের প্রতিনিধি সঞ্জয় পিলাঙ্কর ৷
Last Updated : Feb 5, 2022, 7:38 PM IST