ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভালে অংশ নিতে শহরে বিদেশি ডান্সার্স - kolkata
🎬 Watch Now: Feature Video
কলকাতায় শুরু হল ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভাল । গতকাল হোচিমিন সরণিতে উদ্বোধনী অনুষ্ঠান হল এই ফেস্টিভালের । চলবে 5 অগাস্ট পর্যন্ত । ফেস্টিভালে অংশ নিতে দেশ-বিদেশ থেকে বহু ডান্সার্স এসেছেন কলকাতায় । তৃতীয় বর্ষে পা দেওয়া এই উৎসবের এবছরের বিষয় 'দা সেন্স অফ ইন্টিমেসি' । উৎসবে অংশগ্রহণকারীরা এক-একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী । তাইওয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্তিনার মতো মোট 15 টি দেশ থেকে কলকাতায় এসেছেন শিল্পীরা । আসুন ভিডিয়োয় দেখে নিই উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ঝলক ।